দেশজুড়ে

কলেজের তালা খুলে দিলেন সেই আ.লীগ নেতা

অবশেষে সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজের তালা খুলে দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সেই নেতা সভাপতি মুক্তাদির বকুল।গত ৩ নভেম্বর দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম এ ‘কলেজে তালা ঝুলিয়ে দিলেন আ.লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সিরাজগঞ্জসহ দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।     সোমবার দুপুরে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নির্দেশে বাধ্য হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল ম্যানেজিং কমিটির সভাপতিকে ডেকে কুড়িপাড়া কলেজের তালা খুলে দেন। সিরাজগঞ্জের কুড়িপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া কলেজে অধ্যক্ষ নিয়োগ দ্বন্দ্বের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা তালা ঝুলিয়ে দেয়।এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম বলেন, আওয়ামীলীগ নেতারা নিজেদের পছন্দের ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার জন্য পায়তারা করছে। ম্যানেজিং কমিটি ও কলেজের স্টাফরা বিষয়টির বিরোধিতা করার কারণে কলেজে তালা লাগিয়ে দেয়া হয়েছে। এ অবস্থায় ২৮ জন নন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এবং ৩৬০ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছি। বিষয়টি কলেজের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে। অবশেষে সোমবার সকালে কলেজের তালা খুলে দেন আওয়ামী লীগ নেতারা।ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআই