সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং পটুয়াখালী জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার পৃথকস্থানে এসব দুর্ঘটনা ঘটে।উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, বেলা ১১টার দিকে ব্যবসায়ী করিম বাইসাইকেল যোগে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল করিম উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।এদিকে, পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী সুমির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.য.ম খান ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইদুল ইসলাম (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মহোদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মো. হানিফ উদ্দিন ভোলার ছেলে। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এআরএ/এএম