দেশজুড়ে

সাতক্ষীরায় শিবির নেতাসহ গ্রেফতার ৬১

সাতক্ষীরায় জেলা ব্যাপী অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৬১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এদের জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এদিকে, দুপুর একটার দিকে শ্যামনগরের কাশিমাড়ি এলাকা থেকে জামায়াত শিবিরের ক্যাডার মোনায়েম সরদারকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাশিমাড়ি গ্রামের রশিদ সরদারের ছেলে।শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদে অস্ত্র ও গুলিসহ মোনায়েম সরদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত তিনি ।অন্যদিকে, জেলা পুলিশর বিশেষ শাখার র্কমর্কতা মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে সদর থানার ১৮ জন, কলারোয়া থানার ৮ জন, তালা থানার ৮ জন, কালগিঞ্জ থানার ৫ জন, শ্যামনগর থানার ১০ জন, আশাশুনি থানার ৭ জন, দেবহাটা থানার দুইজন ও পাটকলেঘাটা থানার দুইজন। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের দুপুর ১২টায় আদালতে পাঠানো হয়েছে। আকরামুল ইসলাম/এফএ/জেআই