দেশজুড়ে

বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

সীমান্তের ওপারে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ গত দুইদিন ধরে অবহেলায় পড়ে থাকার পর অবশেষে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার রাত পৌনে ৮টায় সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৯এর সন্নিকটে বড়ছড়া শুল্কবন্দর এলাকা দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার (ভারপ্রাপ্ত) মেজর মাহবুব আলম জাগো নিউজকে পুলিশের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির উপস্থিতিতে দেশের অভ্যন্তরে মরদেহটি ফেরত আনার পর বশির আহমেদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিনি আরো বলেন, সোমবার (৫ ডিসেম্বর) ভোরে ভারতের অভ্যন্তরে বড়ছড়া বিএসএফ থানা এলাকায় ট্রাক থেকে জ্বালানি তেল চুরির অভিযোগে ভারতীয়দের হাতে আটক হলে এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই বশির আহমেদের মৃত্যু হয়। বশির আহমেদ তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনি সীমান্ত সংলগ্ন রজনীলাইন গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জীবিকা নির্বাহ করতেন।রাজু আহমেদ রমজান/এআরএ/আরআইপি