দেশজুড়ে

সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে আন্তরিক হতে হবে

ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেছেন, নিয়মিত কাজের সঙ্গে সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো বেশি আন্তরিক হতে হবে। মঙ্গলবার বিকেলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশানর (ভূমি) কার্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনির্ধারিত এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জুবায়ের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইসায়মিন প্রমুখ। আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি