দেশজুড়ে

জেলে বসেই প্রার্থী হলেন আব্দুল হান্নান

আসন্ন নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে জেলখানায় থেকেই ৯নং ওয়ার্ডের সদস্যপদে প্রার্থী হয়েছেন কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল হান্নান ভূঞা। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন তার পরিবারের লোকজন। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে গত ২০ নভেম্বর কেন্দুয়া উপজেলার পার্শ্ববর্তী মদন থানার পুলিশ সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৫ বস্তা চাল আটক করে। এ খবর পেয়ে কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল হান্নান ভূঞা মদন থানায় গিয়ে ওই চাল ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করলে পুলিশ তাকেও আটক করে। পরে এ ঘটনায় মদন থানায় মামলা হলে ওই মামলায় আব্দুল হান্নানকেও আসামি করে জেলহাজতে পাঠানো হয়। তবে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আব্দুল হান্নান ভূঞা খাদ্যবান্ধব কর্মসূচির চালের ঘটনায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে সাংবাদিকদের জানান তার পরিবারের লোকজন। আব্দুল হান্নান ভূঞার ছোট ভাই আবুল বাশার ভূঞা জাগো নিউজকে জানান, জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আব্দুল হান্নান ভূঞা ৯নং ওয়ার্ডের সদস্যপদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কাজ করে আসছিলেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ঘটনার মামলায় আসামি হয়ে আজ তিনি জেলে। আব্দুল হান্নান ভূঞা জেলে থাকলেও তার পক্ষে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি এবং প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি।এদিকে ৯নং ওয়ার্ডে সদস্যপদে আব্দুল হান্নান ভূঞা ছাড়াও আরো ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান ভূঞা লিটন, বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফকির বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম ও বিশিষ্ট ঠিকাদার হাসান মাহমুদ লিটন।  কামাল হোসাইন/এফএ/পিআর