দেশজুড়ে

ট্র্যাজেডি দিবসে ৫ মিনিট স্তব্ধ নেত্রকোনা

জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হয়েছে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস।নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল ৯টায় জেলা শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাচ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত যে যেখানে ছিল সেখানেই স্বতঃস্ফূর্তভাবে ৫ মিনিট নীরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন করে। এ সময় সড়কে চলাচলরত সব যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শ্মশানে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হয়। বিকেলে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কামাল হোসাইন/আরএআর/জেআই