দেশজুড়ে

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ লুটপাট

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪৮টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শনিবার শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে  উপজেলার সব্দালপুর বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে।  এলাকাবাসী জানায়, কনক হাফিজারের সমর্থকদের সঙ্গে সাব্বির মোল্যার দলের দীর্ঘদিন বিরোধ চলছিল। সে সূত্র ধরে শুক্রবার সব্দালপুর বাজারে এ সংর্ঘষ হয়। এ সময় মোল্যাডাঙ্গি ও সব্দালপুর গ্রামের অন্তত ৪৭টি বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ির গরু-ছাগলসহ ঘরের মালামাল লুটপাট করা হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার আহতদের মধ্যে রফিক, হান্নান ও মুহাম্মদ শেখ নামের ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, শনিবার বেলা ৪টা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। মো. আরাফাত হোসেন/এএম/জেআই