দেশজুড়ে

গাইবান্ধায় আ.লীগ প্রার্থীকে জাপার সমর্থন

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরুকে পূর্ণ সমর্থক দিয়েছে জেলা জাতীয় পার্টি (জাপা)। শনিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মেম্বার জনাব আলহাজ আব্দুর রশীদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধায় জাতীয় পার্টির কোন প্রার্থী না থাকায় জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া সমর্থনের পাশাপাশি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরুকে নির্বাচিত করতে জাতীয় পার্টির সব নেতাকর্মীকে পূর্ণ সমর্থনসহ সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। শনিবার বিকেল ৩টার দিকে আলহাজ আব্দুর রশীদ সরকারের বাস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, যুগ্ন সম্পাদক রনজিৎ বকসী সূর্য, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ সারোয়ার কবির, জাতীয় পার্টির সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরী, ওয়াহেদুজ্জামান সরকার বাদশাসহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা আসনে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ১ হাজার ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জিল্লুর রহমান পলাশ/এএম/জেআই