গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের উপর হামলা, অগুন, গুলি ও উচ্ছেদের পর জমি ফেরত ও হামলাকারীদের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবিতে তীর-ধনুক-লাঠি নিয়ে বিক্ষােভ শুরু করেছেন সাঁওতালরা।সোমবার বেলা পৌনে ১১টায় এ সমাবেশ শুরু হয়েছে এবং এখনো চলছে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে মাদারপুর সাঁওতাল পল্লিতে আশ্রয় নেয়া সাঁওতালরা এ বিক্ষোভ মিছিল করে।এসময় হাতে তীর ধনুক ও লাঠি নিয়ে শত শত সাঁওতাল নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটি পুরো খামার ও মাদারপুর সাঁওতাল পল্লি প্রদক্ষিণ করে।বিক্ষোভ শেষে সাঁওতালরা মাদারপুর গির্জার সামনে গিয়ে সমাবেশের আয়োজন করে।এদিকে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) শরিফ উদ্দিন, কাজী রিয়াজুল হক, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস কমিটির পক্ষে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, একেএম টিপু সুলতানসহ ইউএনডিপির চার অধ্যাপক মেজবাহ কালামসহ নেতৃত্বে মোট ৮ সদস্যর একটি প্রতিনিধি দল খামার এলাকা পরিদর্শন করে। পরে তারা মাদারপুর পল্লিতে সমাবেশে অংশ নেয়। জিল্লুর রহমান পলাশ/এফএ/এমএস