রাজনীতি

আইনজীবী তাজুল ইসলাম আটক

জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নিজ কার্যালয় থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। এসময় তার অফিসের স্টাফদেরও নিয়ে যায় পুলিশ। তবে তাজুলের বিরুদ্ধে কী অভিযোগ সেটি এখনো জানা যায়নি। তাজুল ইসলামের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।উল্লেখ্য, তাজুল ইসলাম একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত ছিলেন। কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দেন তিনি। এছাড়া গত ৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা কারার পর জেল গেটে রিভিউ আবেদনের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।এএইচ/আরআই