বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ। পল্টন থানায় কয়েক ঘণ্টা রাখার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। সহকর্মী এ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করে থানায় আনা হয়, যার মধ্যে এ্যাডভোকেট তাজুলও ছিলেন বলে জানান মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।এসআরজে