দেশজুড়ে

ফেনীতে দুই সন্তানসহ মায়ের রহস্যজনক মৃত্যু

ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় দুই সন্তানসহ মায়ের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা ৭টায় পশ্চিম উকিলপাড়ার বক্তেয়ার ভূঞা বাড়ির আবদুর রউফ নিবাস থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মা মুক্তা (২৭) দুই সন্তানকে নিয়ে দুপুরে খাবার শেষে তাসলিমা আক্তার (৯) ও মাহিমকে (৫) নিয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে গৃহশিক্ষক তাদের পড়াতে এসে ডাকা ডাকি করে দরজা না খোলায় বিষয়টি তার ভাই বাহারকে জানায়। দরজা বন্ধ থাকায় ফেনী থানায় খবর পাঠালে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইলে বাগবিতণ্ডা হতো। একই কায়দায় দুপুরে তার স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা শেষে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। মুক্তা ছোটবেলা থেকে মামার বাড়ি থেকে পাড়া শেষ করে। এরপর কুটিরহাট গ্রামের ইতালি প্রবাসী নুর মোহাম্মদ তারেকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। স্ত্রী সন্তানের শান্তির কথা বিবেচনা করে তিন মাস পূর্বে উকিলপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। নিহত তাসলিমা আক্তার ফেনী সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ফেনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুর হাসান বিষয়টি প্রাথমিক তদন্ত শেষে আত্মহত্যা বলে দাবি করেছেন। জহিরুল হক মিলু/এআরএ/পিআর