দেশজুড়ে

কালিহাতীতে চরমপন্থীসহ আটক ৪

কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এক সদস্যসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বাসাখাঁনপুর গ্রামের রফিক মিয়ার ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ফরিদ হোসেন (২২), বিল মাগুরাটা গ্রামের চান মিয়ার ছেলে আতিকুর রহমান (২৩), গালা গ্রামের ইদ্রিস ড্রাইভারের ছেলে ফজলু মিয়া (৩০) ও দেলদুয়ার উপজেলার কুইচতারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পারভেজ মিয়া (৩২)।সোমবার কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার গভীর রাতে দেলদুয়ার ও টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ১০ ডিসেম্বর রাতে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে (২১) কালিহাতী উপজেলার আগচারান মোড় থেকে অপহরণ করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় রফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন মোবাইল ফোনেও ভয় ভীতি দেখানো হয়। বিষয়টি রফিকুলের পরিবার কালিহাতী থানা পুলিশকে অবহিত করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর থেকে অপহৃত রফিকুলকে উদ্ধারসহ ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের তরা হয়েছে বলেও জানান ওসি। আরিফ উর রহমান টগর/এএম