জাতীয়

উত্তরায় লরির ধাক্কায় প্রকৌশলী নিহত

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ওয়াসার গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নর্থ টাওয়ারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম দেওয়ান আলী আকবর (৬০)। তিনি বুয়েটের ইলেকট্রিক বিভাগের সহকারী প্রকৌশলী ছিলেন। দেওয়ান আলী রাজধানীর আজিমপুরে বুয়েটের স্টাফ কোয়ার্টারে থাকতেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই আবু রায়হান। তিনি জানান, সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওয়াসার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এমজেড/বিএ/এমএস