পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ির সিংহখালী এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।আটকরা হলেন, ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার নিয়ামতপুর গ্রামের বাদশা হাওলাদারের ছেলে মো. মনির হাওলাদার (৩০) ও জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের হারুন হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (২৫)।বুধবার সকালে আটকদের পিরোজপুর কোর্টে পাঠিয়েছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সিংহখালীর স্থানীয় জনৈক দুলাল হাওলাদারে দোকানের সামনে থেকে মাদক (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৬ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ লাখ ১১ হাজার ৮০০ টাকা বলে র্যাব সূত্রে জানা গেছে।হাসান মামুন/এএম/আরআইপি