মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ স্কুলছাত্র সজিব সাহা সকালেই বাসার বেলকনিতে জিআই পাইপের সঙ্গে পতাকা উড়িয়েছিল। সারাদিন বিজয় দিবস উদযাপন শেষে সন্ধ্যায় পতাকা নামাতে যায় সে। এ সময় জিআই পাইপ বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সজিব। ঝালকাঠির শহরের কুমারপট্টির বাটা স্টলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। স্বজনরা দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তবে পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সজিব। সজিব ঝালকাঠি উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি ফলপ্রার্থী। তার বাবার নাম কৃষ্ণ সাহা। শুক্রবার রাত ১০টায় ঝালকাঠির পৌর মহাশশ্মানে তার সৎকার্য সম্পন্ন হয়েছে। অপরদিকে ঝালকাঠি সদর চৌমাথা (বায়তুল মোকাররম মসজিদের মোড়) বাদশা (২৩) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ওই স্থানের একটি বাসার ছাদে রডের কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত আহত বাদশাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করান। মো. আতিকুর রহমান/জেডএ