টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের (টিটিআই) ১০৫ বছরপূর্তি ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইসাথির (এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ক্যাম্পাসের অডিটরিয়ামে ইসাথি এই অনুষ্ঠানের আয়োজন করে।ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল রঙ ও রসায়ন (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মোকশেদ হোসাইন স্বপন, ইকো কালার কেমের সিইও এসকে মাসুদ রানা, নাসিমা এন্টারপ্রাইজের সিইও মো. সোহেল হোসাইন ফারুক।এছাড়াও ইসাথি পুনর্মিলনী কমিটি-২০১৬ এর আহ্বায়ক ও ইসাথির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম সরকার, আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী মো. আরিফুর রহমান সিদ্দিকী, সাবেক প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রিপন, মো. মাহাবুবুল ইসলাম সোহাগ মৃধা, যুগ্ম সম্পাদক মাহবুব হাসানসহ টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাতুল। এরপর কেক কেটে ইসাথির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।আলোচনা সভায় অতিথিরা ছাড়াও দেশের টেক্সটাইল খাতে বিভিন্ন বিভাগে কর্মরত সফল উদ্যোক্তা, টাঙ্গাইল টেক্সটাইলের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে ইসাথির পুনর্মিলনী কমিটি-২০১৬ এর আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সরকারকে ২০১৬-২০১৮ সালের জন্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে মনোনীত করা হয়।এরপর ইসাথির আয়োজনে অনুষ্ঠিত স্পোর্টস টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশি আইডলের তারকা কণ্ঠশিল্পী বৃষ্টি।উল্লেখ্য, পুনর্মিলনী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।বিএ/এমএস