দেশজুড়ে

মুন্সিগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাহার আলিফ (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।সে উপজেলার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদি প্রবাসী বাদল শেখের ছেলে।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে বিকেলে বাড়ির দক্ষিণের ইছামতি খালের পাড়ে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, আলিফ শুক্রবার জুমার নামাজের আগে বাড়িতেই ছিল। এরপর আর তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে বিকেল ৩টায় বাড়ির পাশে ইছামতি খালের পাড়ে স্থানীয়রা মরদেহটির পা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে জানা যায় সে বাহার আলিফ।আলিফের চাচা মোক্তার হোসেন জানান, আমাদের পরিবারের কারো সঙ্গে কোনো শত্রুতা নোই। তবে ধারণা হচ্ছে তার হাতে একটি দামি মোবাইল ফোন ছিল সেটি নিয়ে গেছে হত্যাকারীরা। মোবাইলের জন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিরাজদিখান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের সারা শরীরে ৩৮টি দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক পর্যায়ে তাকে কুপিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস