খাসজমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামাদ মোল্লা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১ একর খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাড. সোহরাব হোসেনের মধ্যে। শনিবার সকাল ৮টার দিকে বিরোধ পূর্ণ ওই খাস জমি দখল করতে চায় সোহরাব হোসেনের সমর্থকরা। এসময় খলিলুর রহমান গ্রুপের সমর্থকরা বাধা দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সামাদ মোল্লার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রেজাউল করিম রেজা/এফএ/পিআর