নরসিংদীতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কোতোয়ালির চর ও ভগীরথপুর গ্রামে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম তৌহিদুল ইসলামের নির্দেশে রাইজার সুপার ভাইজার সালাউদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ২ ইঞ্চি ব্যাসার্ধের প্রায় ৬০০ ফিট লোহার পাইপ উদ্ধার করা হয়। এতে সরকার প্রতি মাসে প্রায় ৮ লাখ টাকা রাজস্ব হারাতো।সঞ্জিত সাহা/এএম