দেশজুড়ে

ঝিনাইদহে ৪ জনের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলাতে গত ২৪ ঘণ্টায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিখোঁজের চারদিন পর রোববার ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত শুক্রবার থেকে পৌরসভা উত্তর পাড়ার নারায়ণ শাহ ছেলে সঞ্জয় শাহ (২৭) নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে তার বাড়ির পাশে একটি ডোবার ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল সংলগ্ন বলিদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত জানান, যশোর-কালীগঞ্জ মহাসড়ের দ্বারে বলিদাপাড়া কাজি অফিসের সামনের একটি বাগানের মধ্যে একটি মরদেহ দেশে পুলিশে খবর দেন। সেখানে গিয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই বিশ্বজিত।কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত জানান, রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার সাঁকো গ্রামের বায়েজিদ হোসেনের স্ত্রী সুবর্ণা খাতুনের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর