অপহরণের পর কলেজছাত্র গৌতমকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। এ ঘটনায় কয়েক হাজার জনতা সাতক্ষীরা শহরে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়। পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে।মানববন্ধন ও প্রতিবাদ সভায় গৌতমের বাবা গণেশ সরকার বলেন, মামলার তদন্তে গাফিলতি করছে পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা জামায়াত ক্যাডার জামসেদকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদকে প্রত্যাহারের দাবি জানান।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গৌতম সরকারের বাবা ইউপি সদস্য গণেশ সরকার, ঘোনা ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান মুসা, জাপা নেতা নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, জর্জ কোর্টের পিপি ওসমান গনি, অ্যাড. ফাইমুল হক কিসলু, ঐক্য পরিষদের নেতা গোষ্ঠ বিহারী মন্ডল ও অসীম বরণ চক্রবর্তী প্রমূখ।মানববন্ধন পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।মানববন্ধনে বক্তারা, নৃশংস ও অমানবিক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান। আকরামুল ইসলাম/এফএ/পিআর