দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে, এসআই কারাগারে

নরসিংদীতে প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় গ্রেফতার পুলিশের এসআই জিয়াউর রহমান ও তার প্রেমিকাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার তাদের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক তা না মুঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। রায়পুরা থানা পুলিশের এসআই জিয়াউর রহমান নিজের এক স্ত্রী রেখে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তারকে (২৮) ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ ঘটনায় প্রবাসী মানিক মিয়া তাদের বিরুদ্ধে মামলা করেন। তার স্ত্রী পারভীন নরসিংদীর চরএলাকা নিলক্ষার মৃত. মহরম আলীর ছেলের বউ। তার দুটি সন্তান রয়েছে। বর্তমানে এলাকাটিতে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিদিনই ভাঙচুর, লুটপাট ও অগ্নি-সংযোগ চলছে। এর মধ্যে দাঙ্গা এলাকায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই জিয়ার এমন ঘটনা পুলিশকে মারত্মকভাবে প্রশ্নের সম্মুখীন করেছে। এসআই জিয়াউর রহমানের বাড়ি বি-বাড়িয়া জেলার, কসবা উপজেলার বাউরগজ্ঞ গ্রামে।গতকাল সোমবার সকালে (১৯ ডিসেম্বর) নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত দুই সন্তানের জননী পারভীনসহ এসআই জিয়াউর রহমানকে গ্রেফতার করে।সদর মডেল থানা পুলিশ গ্রেফতারকৃত দুইজনকে সন্ধ্যায় নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসলে শুনানি ব্যতিরেকে আদালত তাদের নরসিংদী কারাগারে পাঠিয়ে দেন।মঙ্গলবার নরসিংদীর  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষে জামিন আবেদন করলে আদালত জামিন না মুঞ্জুর করেন। আগামী ২৬ ডিসেম্বর সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। জানা যায়, ৮ বছর আগে রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের মৃত. মহব্বত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. মানিক মিয়ার সঙ্গে নরসিংদী পশ্চিম দত্তপাড়ার মৃত. আ. মান্নান মিয়ার মেয়ে পারভীনের বিয়ে হয়। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের মানিক মিয়া মালয়েশিয়া প্রবাসী ছিলেন। এক বছর আগে প্রবাসে তার কক্ষ থেকে নরসিংদীর এক প্রবাসী সাড়ে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় তিনি বাদী হয়ে মালয়েশিয়ায় একটি মামলা করেন। ৬ মাস আগে সেই মামলাটি দেশে স্থানান্তরিত করা হয়। নরসিংদী সদর মডেল থানায় স্থানান্তরিত মামলার বাদী ছিলেন প্রবাসী মানিক মিয়ার স্ত্রী পারভিন আক্তার।সেই মামলার তদন্তের সুযোগে দুই সন্তানের জননী পারভিনের সঙ্গে সখ্যতা হয় তৎকালীন নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের। এরই প্রেক্ষিতে চলতি মাসের ২ তারিখে এসআই জিয়া প্রবাসীর স্ত্রী পারভিন আক্তারকে বিয়ে করেন। এসআই জিয়ার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সঞ্জিত সাহা/এএম/জেআই