দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় নৃত্যশিল্পীসহ নিহত ৩

বগুড়ায় বিআরটিসি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই নৃত্যশিল্পীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের বাসিন্দা নৃত্যশিল্পী তপু, বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা নৃত্যশিল্পী আশিক ও অটোটেম্পুর চালক (অজ্ঞাত)।মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নৃত্যশিল্পী তপু, আশিকসহ ৫ জনের একটি দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিএনজিচালিত অটোটেম্পুযোগে মহাস্থান থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাঘোপাড়া বাজারের অদূরে চলাচল ফিলিং স্টেশনের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরগামী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নৃত্যশিল্পী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর অটোটেম্পুর চালকও মারা যান। বগুড়া সদর থানা পুলিশের (এসআই) হারুনুর রশিদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআরটিসি বাসটি আটক করা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।লিমন বাসার/এএম