ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের আয়োজনে দলীয় টেন্টে এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনী চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক গ্যালারি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝাঁ, সাংগঠনিত সম্পাদক রেজওয়ান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন সরদার, দফতর সম্পাদক শামছুল ইসলাম মারুফ প্রমুখ।আলোকচিত্র প্রদর্শন পরিদর্শন করতে আসা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শর্মিলা সাহা বলেন, মুক্তিযুদ্ধ দেখিনি, ইতিহাস পড়ে এবং মুক্তিযুদ্ধের মুভি দেখে জেনেছি। আজ আলোকচিত্রের মাধ্যমে নতুন করে অজানা ইতিহাস প্রত্যক্ষ করলাম। ছবি কথা বলে তারও প্রমাণ পেলাম।বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝাঁ বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করতে আমাদের এ আয়োজন। আশা করি মুক্তিযুদ্ধ ভিত্তিক এ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সবাই আমাদের প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যকে জানতে পারবে।ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস