দেশজুড়ে

ভেজাল গুড় কারখানায় অভিযান : ৪ কারখানাকে জরিমানা

নাটোরের লালপুরে চারটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব ও উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিনি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল জব্দ ও কারখানার চার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এসব মালামাল জব্দ ও চার কারখানা মালিকের জরিমানা করা হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার সকালে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এবং কলনিপাড়ায় অভিযান চালায় র‌্যাব-৫ ও লালপুর উপজেলা প্রশাসন।এ সময় ভেজাল গুড় তৈরির চারটি কারখানার সন্ধান পায় তারা। পরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল, তৈরিকৃত ভেজাল গুড়, ৫৭ বস্তা চিনি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করার অপরাধে কারখানার চার মালিক বালিতিতা ইসলামপুর গ্রামের একাবর আলী, গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান এবং কলনিপাড়ার সিকদার আলীকে চার লাখ টাকা জরিমানা করে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। পরে জব্দ করা গুড়গুলো ধ্বংস করা হয়।রেজাউল করিম রেজা/এএম/এমএস