দেশজুড়ে

গাঁজাসহ গ্রেফতার যুবলীগ কর্মী কারাগারে

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ আটক যুবলীগ কর্মী রফিকুল ইসলামকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। রফিকুল উপজেলা যুবলীগ কর্মী ও ওই এলাকার আ. কাদের খানের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম ও এসআই এসএম শামীম। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা হয়। ওই মামলায় রফিকুলকে গ্রেফতার দেখিয়ে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মামলার বাদী নলছিটি থানা পুলিশের এসআই মাঈনুল ইসলাম। তিনি বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি