বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সদর হাসপাতালের ডা. সৌমেন সাহাকে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত চিঠি দিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ।বৃহস্পতিবার সারা দেশে বিএমএ কেন্দ্রীয় কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মাগুরা শাখার ভোট হবে সদর হাসপাতাল কনফারেন্স রুমে। সেখানে মাগুরার ৭০ জন সরকারি বেসরকারি চিকিৎসক কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বীকে ভোট দেবেন।ডাক্তার সৌমেন সাহা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে (+৩০১,+৪০১, ৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮,+৪০২৭) এ ধরনের একাধিক মোবাইল নম্বর থেকে তার কাছে ফোন আসে। তিনি কলটি রিসিভ করতেই অজ্ঞাত এক ব্যক্তি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন বন্ধ রেখে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন। এতে ডা. সৌমেন সাহা রাজি না হলে আজ্ঞাত দুষ্কৃতকারী তাকে খুনের হুমকি দেয়। তিনি দাফতরিক নিয়মা অনুযায়ী তাৎক্ষণিকভাবে বিষয়টি মাগুরা সিভিল সার্জনকে জানালে তিনি মাগুরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়ে মাগুরার নির্বাচন কেন্দ্র ও ডা. সৌমেনের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন।এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ বলেন, ডা. সৌমেনের মাধ্যমে বিষয়টি জানার পরপরই নিরাপত্তার চেয়ে পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়েছে। তিনি বিষয়টির তদন্ত ও নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।মো. আরাফাত হোসেন/এএম/আরআইপি