দেশজুড়ে

জুয়ার আসরে অভিযান : ৫৩ জুয়াড়ির জরিমানা

রাঙামাটিতে জুয়ার আসরে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়ার আসর থেকে হাতেনাতে ৫৩ জুয়াড়িকে আটক এবং বিপুল তাস জব্দ করা হয়। পরে তাদের জরিমানা করা হয়।রোববার সন্ধ্যার দিকে শহরের বনরূপার কাটাপাহাড় লেনে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর বসানো ভবনের তিন কক্ষে সিলগালা করে দেয়া হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকার মোহাম্মদীয়া মার্কেট ভবনের নিচতলার তিনটি কক্ষে জমজমাট জুয়ার আসর বসে। এমন সংবাদ নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৫৩ জুয়াড়িকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেন রাঙামাটি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয় এবং তার উপস্থিতিতেই ওই ভবনটির তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় হাতেনাতে ৫৩ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করা হয়। সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি