নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ও ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে জেলা নির্বাচন কমিশনার। জেলায় প্রতিটি কেন্দ্রে ২টি করে ভোট কক্ষ থাকবে একটি পুরুষ ও একটি মহিলা। ১ নং ওয়ার্ড দুর্গাপুর সরকারি বালীকা উচ্চ বিদ্যালয়, ২নং নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়, ৩নং ওয়ার্ড কলমাকান্দা উচ্চ বিদ্যালয় ৪নং ওয়ার্ড আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ৫নং ওয়ার্ড সাতবেরী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ড বারহাট্টা সিকে পাইলট উচ্চ বিদ্যালয়, ৭নং ওয়ার্ড বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়, ৮নং লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, ১০নং মোহনগঞ্জ উপজেলা পরিষদ হলরোম, ১১নং খালিয়াজুড়ী পরিষদ মিলনায়তন, ১২নং মদন শহীদ স্বরণিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ১৩নং বুধী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং পুর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫নং ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।মোট ভোট কেন্দ্র ১৫টি। সংরক্ষিত ওয়ার্ড থাকবে ৫টি, মোট ভোটার কক্ষ ৩০টি। এর মধ্যে মোট পুরুষ ভোট ৯২৭টি এবং মহিলা ভোট ২৮৬টি মোট ভোটার সংখা ১২১৩টি। এদিকে নির্বাচনে মদন উপজেলার ১২ নং ওয়ার্ডের স্বতন্ত্র সদস্য প্রার্থী (তালা প্রতীক) আলহাজ আল মনসুরুল আলম আরিফকে নির্বাচন প্রচারণা থেকে বিরত থাকার জন্য বেশ কয়েক বার প্রকাশ্যে ও মোবাইল ফোনের মাধ্যমে হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেছেন প্রার্থী। স্বতন্ত্রপ্রার্থী আরিফ জানান, নির্বাচনী প্রচার অভিযানে যাওয়ার পথে তাকে কতিপয় সরকার দলীয় লোকজন প্রচারণায় বাধা এবং প্রাণনাশের হুমকি দেয়। ইতোমধ্যে মদনের একটি কমিনিউটি সেন্টারে ৯টি ওয়ার্ডের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মদন উপজেলা আওয়ামী লীগ এক সভা আয়োজন করে টিআর-কাবিখা নাম করে প্রতিটি ভোটারকে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট আদায় করার জন্য টাকা করে প্রদান করেছে।কামাল হোসাইন/এএম