মুন্সিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের জন্য ১২ কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে ৬ উপজেলায় নির্বাচন বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয় দুপুর ২ টা পর্যন্ত। আগামীকাল ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এদিকে, মুন্সিগঞ্জ জেলা পরিদষদের প্রশাসক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে সাধারণ সদস্যদের সদস্যদের মধ্যে। ১৫ কেন্দ্রে ভোট গ্রহণের কথা থাকলেও ১২ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীনগর ও মুন্সিগঞ্জসহ ৪টি ওয়ার্ডে পুরুষ-মহিলা উভয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এ দুই উপজেলার ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। মুন্সিগঞ্জ ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলা পরিষদ নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্র আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তাই প্রত্যেকটি কেন্দ্র আমাদের ২৫ জন করে পুলিশ সদস্য মোতায়ন করা থাকবে। প্রত্যেকটি কেন্দ্র মোবাইল কোর্টে আওয়াতায় আনা হয়েছে। যাতে কোনো প্রকার অনিয়ম না হয়।ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস