দেশজুড়ে

সাতক্ষীরায় দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি না হওয়ায় এ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার শেষ সময় পর্যন্ত আদালতে রিট মামলার বিষয়টি নিয়ে শুনানি হয়েছে। কিন্তু আদালত কোনো রায় না দেয়ায় নির্বাচন স্থগিত রাখা হচ্ছে। স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে, ৬ নং ওয়ার্ড দেবহাটা উপজেলার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ কেন্দ্র। যেখানে ইউনিয়নগুলো হচ্ছে, ভোমরা, কুলিয়া, পারুলিয়া, দেবহাটা, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন। ১৪ নং ওয়ার্ড তালা উপজেলার পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ কেন্দ্র। যেখানে ইউনিয়নগুলো হচ্ছে, খলিষখালি, সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া ও কুমিরা ইউনিয়ন। এ দুটি কেন্দ্রে ভোটর সংখ্যা ৭৭ ও ৬৫ জন।জেলা প্রশাসক আরও জানান, এসব কেন্দ্র ছাড়া ১৫টি কেন্দ্রের মধ্যে বাকি ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আকরামুল ইসলাম/এএম/আরআইপি