প্রথমবারের মতো শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।বুধবার সকাল পৌনে ১১টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের মাধ্যমে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।’এর আগে বুধবার সকাল থেকে দেশের ৬০টি জেলায় একযোগে এ নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে শুধু স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।এমএসএস/এআর/জেডএ/আরআইপি