দেশজুড়ে

লালমনিরহাটে অ্যাড. মতিয়ার বিজয়ী

লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান কাপ পিরিজ প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট।অপর চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট। জেলা পরিষদ নিবার্চনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৬২৩ জন।নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘদিন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।বুধবার সকাল ৯টায় থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত জেলার মোট ১৫টি ভোট কেন্দ্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রবিউল হাসান/এআরএ/এমএস