কুড়িগ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী আনারস প্রতীক নিয়ে ৬৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাপ-পিরিচ প্রতীক নিয়ে পনির উদ্দিন আহমেদ ২৭৯ ভোট পেয়ে পরাজিত হন। জেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কুড়িগ্রামে ১৪টি কেন্দ্রে শান্তিপূূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে ৯৩২জন ভোটের মধ্যে ৯২৮টি ভোট পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মো. জাফর আলী আনারস প্রতীক ৩৭০ ভোটে পনির উদ্দিন আহমেদকে পরাজিত করেছেন। এ ছাড়া ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সদস্যদের করা একটি রিটের কারণে ৬নং ওয়ার্ডের ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে হাইকোর্ট।অপরদিকে রৌমারীর ১৪নং ওয়ার্ডের রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহিদুল ইসলাম মিনু সদস্য প্রার্থীর করা রিটের কারণে শুধুমাত্র সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এ বিষয়ে ৫ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। নাজমুল হোসেন/এএম/এমএস