দেশজুড়ে

অনুষ্ঠানের খরচ তুলতে বই বিতরণে টাকা নিচ্ছেন টিসি

নেত্রকোনার মদন উপজেলার ‘রস্ক’ প্রকল্পের আওতায় ৮৩টি আনন্দ স্কুলের বই বিতরণে প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।বুধবার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বই বিতরণের সময় প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করছেন টিসি কামরুজ্জামান। এমন খবরের প্রেক্ষিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে টাকা নেয়ার বিষয়টি চোখে পড়ে। এ ব্যাপারে টিসি কামরুজ্জামানকে জিজ্ঞাসা করলে প্রত্যেক বিদ্যালয় থেকে ২০০ টাকা করে নেয়ার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এমএ মিজানুর রহমান কর্মশালায় আগমনের অনুষ্ঠানের খরচ বাবদ এই টাকা নেয়া হচ্ছে। নোয়াগাঁও পূর্বপাড়া আলমের বাড়ি আনন্দ স্কুলের শিক্ষিকা রাকিয়া আক্তার জাগো নিউজকে জানান, ২০০ টাকা দিয়েছি তবে কি বাবদ নেয়া হয়েছে তা জানি না। আনন্দ স্কুলের শিক্ষক তাসরিন মুস্তারি, বরকত উল্লাহ জুয়েল, জাহাঙ্গীর, আতিকুর রহমান, রতন মিয়া জাগো নিউজকে জানান, প্রকল্প পরিচালক স্যারের আগমনের খরচ বাবদ প্রত্যেক বিদ্যালয় থেকে ২০০ টাকা করে তুলে টিসি স্যারকে দিচ্ছি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, বই বিতরণে টাকা নেয়ার কোনো নিয়ম নেই, বিষয়টি আমি দেখছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়র বলেন, বই বিতরণে টাকা নেয়া হচ্ছে- এটা আমার জানা নেই। কামাল হোসাইন/এআরএ/এমএস