দেশজুড়ে

নাটোরে অস্ত্রসহ আটক ২

নাটোর শহরের বড় হরিশপুরের চেয়ারম্যান রোড এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে একটি পালসার মোটরসাইকেলের ভেতরে সংরক্ষণ করা ওই আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- শহরের মলি­কহাটি মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে রিপন (৩৮) ও শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড মহল্লার আব্দুল মালেকের ছেলে খোকা।নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পালসার মোটরসাইকেলের মধ্যে সংরক্ষণ করে রাখা আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক রিপনের বিরুদ্ধে তিনটি ও খোকার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম