দেশজুড়ে

চাপাইনবাবগঞ্জে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত থেকে ১টি ইটালিয়ান ব্রাট্টা পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে এসব উদ্ধার করে বিজিবি।জানা যায়, বিজিবি টহলদল ঐ স্থানে একজন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে সে ঘাস ভর্তি একটি বস্তা ফেলে রেখে পুনর্ভবা নদী সাঁতরে দ্রুত ভারতের মধ্যে চলে যায়। পরে ঐ বস্তাটি খুলে উক্ত পিস্তল, ম্যাগাজিন ও এ্যামুনিশন পাওয়া যায়। পরে উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা দেয়া হয়।জেইউ/আরএস/পিআর