অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মাকাণ্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার ৬ থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় ২ জামায়াত কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর