খেলাধুলা

টেইলরের ব্যাটে লড়াই করছে জিম্বাবুয়ে

পুল `বি` তে নিজেদের শেষ ম্যাচে অকল্যান্ডে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬১ রান। টেইলর ৮১ আর ক্রেইগ আরভিন ৮ রান নিয়ে ব্যাট করছে। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলিং তোপে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩৩ রানে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার সিবান্দা ও মাসাকাদজা দলীয় ১১ ও ১৩ রানে সাজ ঘরে ফিরে যান। তৃতীয় উইকেট হারায় ৩৩ রানে। এরপর চতুর্থ উইকেটে উইলিয়ামস ও টেইলর ৯৩ রানের জুটি গরে প্রথমিক বিপর্যয় কাটিয়ে উঠেন। উইলায়ামস দ্রুতই তুলে নেন হাফ সেঞ্চুরি। আশ্বিনের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৫০ রান করেন উইলিয়ামস। এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় এবং জিম্বাবুয়ে আসর থেকে বিদায় নেয়ায়, ম্যাচটি পরিণত হয়েছে অনেকটা নিয়ম রক্ষার।তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কোনোভাবেই জিম্বাবুয়েকে ছাড় দিতে রাজি নয় টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত দু`দলের ৫৬ বারের মোকাবেলায় ৪৪ বারই জিতেছে ভারত। বিপরীতে ১০ বার হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। বিশ্বকাপের মঞ্চে লড়াইটা যেন আরও একপেশে। ৮বার জিম্ববুয়ের সাথে মুখোমুখি লড়াইয়ে ১টি হারের বিপরীতে ৭ বার জয় পেয়েছে তারা।অন্যদিকে, আসর থেকে বিদায় নিশ্চিত হলেও একটি অঘটনের জন্ম দিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চায় জিম্বাবুয়ে। মাংস পেশীর ইনজুরির কারণে এ ম্যাচেও তারা দলে পাচ্ছে না অলরাউন্ডার এলটন চিগুম্বুরাকে। এমআর/এমএস