নাটোরে কুড়িয়ে পাওয়া এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা উত্তোলনের চেষ্টাকালে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের নিচাবাজারস্থ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন, শহরের চকরামপুর এলাকার রমজান আলী(৪৫) ও তার ছেলে আব্দুল আলীম (২০) এবং আনোয়ার হোসেন (২২)।সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল জাহিদুল ইসলাম জানান, গত ২০ডিসেম্বর সোনালী ব্যাংকের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর শাখার ম্যানেজার উজ্জ্বল কুমারের কাছ থেকে ব্যাংকের ভল্টের চাবি, এটিএম কার্ড, চেকবইসহ ব্যাগ হারিয়ে যায়। বিষয়টি থানা ও ব্যাংককে অবহিত করেন ওই ম্যানেজার। গত বৃহস্পতিবার হারানো এটিএম কার্ড দিয়ে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে এক হাজার টাকা উত্তোলন করা হয়।টাকা উত্তোলনের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে সতকর্তা জারি করে কর্তৃপক্ষ। এদিকে সোনালী ব্যাংকের প্রধান শাখায় শনিবার সকালে পুনরায় এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টাকালে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। রেজাউল করিম রেজা/এএম/আরআইপি