ক’দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করে বেশ বিপাকে পড়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। স্ত্রীর খোলামেলা পোশাকের যে ছবি পোস্ট করেছিলেন তিনি, সেগুলো তখন ভাইরাল হয়ে গিয়েছিল নিমিষেই।এরপরই সামির ফেসবুক-টুইটার অনুসারীরা প্রশ্ন তোলেন, মুসলিম হয়েও সামি পত্নি হাসিন জামানের খোলামেলা বেশ কেন? স্ত্রীকে যেন হিজাব পরান সামি, এই উপদেশও দেওয়া হয় তাকে।কিন্তু ভারতীয় পেসার সেই উপদেশে কান দিলে তো! ওই ঘটনার পরপরই টুইটারে ভারতীয় পেসার লিখেছেন, ‘এটা আমাদের জীবন। আমরা কি করবো কি করবো না, এটা আমরা ভালো ভাবেই জানি। আমরা নিজেরা কতটা ভালো তা সবার খুঁজে দেখা উচিত।’এবার ভক্তদের ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে যেন সেই সমালোচকদের আরও একবার একহাত নিলেন সামি। স্ত্রী হাসিম জামানকে সঙ্গে নিয়ে নতুন আরও একটি রোমান্টিক ছবি টুইটাওে পোস্ট করেন তিনি। সেখানে হিন্দি ভাষায় একটি কবিতাও লেখেন স্ত্রীকে উদ্দেশ্য করে। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘না কোনো বন্ধু, না আমার আছে কেউ/না আমি কারো না আমার কেউ/তবে তোমায় দেখে বলতে পারি/ভালোবাসার জন্য আছে কেউ/শুভ নববর্ষ। স্ত্রীকে নিয়ে আবারও রোমান্টিক সামি!’আইএইচএস/