সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাড. সুলতানা কামাল বলেছেন, নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল একটি ভূমিকা রেখেছে। হয়তো মূল ভূমিকা তারাই রেখেছে। আগে এই কোন্দলের সমাধান করতে হবে।সোমবার বিকেলে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।সুলতানা কামাল বলেন, নাসিরনগরে হামলার মতো ঘটনাগুলো যারা ঘটায় তারা চায় না বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে উঠুক। আমরা যে ধর্মনিপেক্ষতার কথা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলাম তারা সেই ধারণাকে নসাৎ করতে চায়। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলায় তাদের মনে যে ক্ষত গেঁথে গেছে সেটি থেকে বের হতে আরও সময় লাগবে, যদি না সত্যিকার অর্থে এ ঘটনার সুষ্ঠু বিচার হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা সুষ্ঠু বিচার চেয়েছেন। এই নির্যাতন যদি হিন্দু-মুসলমান উভয়ের মনে কষ্ট না দেয় তাহলে এটি থেকে উত্তরণ হওয়া যাবে না।এসময় সুলতানা কামালের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আমির জানান, সমাজকর্মী লাম-ইয়া মোস্তাকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি