রাজনীতি

খালেদাকে ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৩ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকার বিশেষ জজ-২ আদালতের বিচারক হোসনে আরা বেগম সোমবার এ আদেশ দেন। এর আগে, বেগম জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ কামাল।২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বেগম জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন দুদক।  পরে ৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন বেগম জিয়া।এআরএস/আরআইপি