রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।র্যাবের আইন ও মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে র্যাব-৪ এর একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। অভিযান এখনো অব্যাহত রয়েছে।বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।