বিশ্বকাপে উড়ছে বাংলাদেশ। ব্যাটে বলে অন ফর্মে আমাদের সব টাইগাররাই। তাদের সামর্থকে পুঁজি করেই ১৬ কোটি বাংলাদেশিরা উড়ছেন বিশ্বকাপ জয়ের মিশনে। আগামি ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।ফুটবল বিশ্বকাপে আমরা কখনো না খেললেও, আমাদের উন্মাদনার কথা জানে সারা বিশ্ব। বিভিন্ন দেশের পতাকা দিয়ে আমরা ছেয়ে ফেলি সারা দেশ, জানাই আমাদের সমর্থনের কথা।আর আজ বিশ্বকাপ ক্রিকেটে শুধু খেলছেই না আমাদের বাংলাদেশ, অতীতের সকল অর্জনকে ছাড়িয়ে এই প্রথম বারের মত পৌছে গেছে কোয়ার্টার ফাইনালে, মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সাথে আগামী ১৯ তারিখ।দেশের কোটি কোটি মানুষের আর অন্য দেশের পতাকা ছাদে উঠিয়ে মিছে উন্মাদনায় গা ভাসাতে হবেনা, দুধের স্বাদ মেটাতে হবেনা ঘোলে। উচ্ছ্বাসটা এবার হবে একান্তই নিজেদের, নীল আকাশের বুকে তর তর করে উড়ে বেরানো লাল-সবুজের নিশানার তরে, যখন অবাক বিশ্ব আরও একবার কেঁপে উঠবে বাঘের গর্জনে !স্বাধীনতার এই মাসে প্রতিটি ঘরে উড়াই আমাদের জাতীয় পতাকা, একত্রিত হয়ে টাইগারদের প্রতি প্রকাশ করি আমাদের সমর্থন।এমআর/আরআই