বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে আটক ৩৫টি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে গেছে চালকরা।এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অটোরিকশার তিন চালক আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশের লাঠিচার্জে ২ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।সোমবার সকাল সাড়ে ১০ থেকে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।সিটি কর্পোরেশনের যানবাহন শাখার পরিদর্শক আতিকুর রহমান জানান, সকাল থেকে কাগজপত্র ছাড়া নগরীতে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। কোনো প্রকার অনুমোদন ছাড়া চলাচলকৃত ৩৫টি অটোরিকশা আটক করে সিটি কর্পোরেশনের ভেতরে এবং পিছনে রাখা হয়। এরপর আকস্মিকভাবে অটোরিকশা চালকরা লাঠিসোটা নিয়ে সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে কোতোয়ালি পুলিশ এসে উল্টো সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীদের ওপর লাঠিচার্জ করলে ২ জন আহত হয়।অটো শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা মাসুদ সিকদার ও ক্যাশিয়ার মো. সবুজ বলেন, তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় সিটি কর্পোরেশনের নিরাপত্ত কর্মীসহ অন্য কর্মচারীরা। এরপর তাদের আটক করে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে নিয়ে যায়। এতে অটো শ্রমিকরা ক্ষেপে ওঠেন।কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।এমএএস/আরআই