সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৫ ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার ফেসবুক প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এই নিয়ে গত দেড় বছরে ৩৪ জনের বিষয়ে তথ্য চেয়ে ফেসবুকের কাছে অনুরোধ জানালো হলো।ফেসবুকের প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ফেসবুকের কাছে এসব অনুরোধ জানানো হয়েছে। মোট ৫টি অনুরোধের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে। তবে সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশকে এখনও কোনও তথ্য দেয়নি।জানা যায়, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৭ জনের (অাইডির) তথ্য চেয়ে অনুরোধ করেছিল সরকার। এর অাগে গত বছরের (২০১৩) প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ১২টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল সরকার। তবে এখন পর্যন্ত ফেসবুক কোনও তথ্য বাংলাদেশকে দেয়নি।ফেসবুক প্রতিবেদন থেকে দেখা যায়, বিশ্বের ৮৮টি দেশ থেকে ৫০ হাজার ২৩৪ জনের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২১ হাজার ৭৩১টি অাইডির তথ্য চেয়েছে দেশটির সরকার।২০১৪ সালের প্রথম ৬ মাসের প্রতিবেদন অনুসারে ফেসবুক জানায়, সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধ্বের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। ফেসবুকের তথ্যানুযায়ী, ওই ৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৩৪ হাজার ৯৪৬টি অনুরোধ করে।সবচেয়ে বেশি অনুরোধ করে যুক্তরাষ্ট্র। দেশটি ১৫ হাজার ৪৩৩টি অনুরোধের মাধ্যমে ২৩ হাজার ৬৬৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। এর মধ্যে শতকরা ৮০ শতাংশ ব্যবহারকারীর তথ্য যুক্তরাষ্ট্র সরকারকে দিয়েছে ফেসবুক।দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারত থেকে গত বছরের প্রথমার্ধ্বে ৪ হাজার ৫৫৯টি অনুরোধের মাধ্যমে ৫ হাজার ৯৫৮টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষ প্রায় ৫১ শতাংশ ব্যবহারকারীর তথ্য সরকারকে দিয়েছে। ৪ হাজার ৯৬০টি কনটেন্ট ব্লক করেছে।একই সময়ে পাকিস্তান থেকে ১১৬টি অনুরোধে ১৬০টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ৩৬ শতাংশ তথ্য দেওয়া হয়েছে সরকারকে। কনটেন্ট ব্লক করা হয়েছে ১ হাজার ৭৭৩টি।উল্লেখ্য, প্রতি ৬ মাস পর পর ফেসবুক (https://govtrequests.facebook.com/?pnref=story) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।আরএস/পিআর