নিজের অভিনীত চারটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় অভিনেত্রী ফারহানা মিলি। এর মধ্যে প্রতিটির কাজই শেষ করেছেন তিনি। নাটকগুলো হলো হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ও মাজহারুল ইসলামের পরিচালনায় ‘একজন মায়াবতী’, অরণ্য আনোয়ারের ‘দহন’, আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’, এবং বাশার জর্জিসের ‘উজান গাঙের নাইয়া টু’।নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে মিলি বলেন, ২২শে মার্চ থেকে একজন মায়াবতী নাটকটি প্রচার শুরু হচ্ছে। এ নাটকটির গল্প বেশ দারুণ। এটি নিয়ে আমি বেশ আশাবাদী। অনেক ধারাবাহিকই প্রচার হচ্ছে। তবে এ নাটকটির মধ্যে ভিন্ন স্বাদ খুঁজে পাবেন বলেই আশা করছি।আর কিছুদিন আগে শুটিং শেষ করা ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি অচিরেই প্রচারে আসার কথা রয়েছে। এ নাটকটিও দর্শকের নজর কাড়বে বলে আশা করছি। আর বাকি দুটি কবে প্রচারে আসবে তা বলতে পারছি না। অবশ্য এগুলোর শুটিং শেষ করেছি গত বছর। ধারাবাহিকের পাশাপাশি খণ্ড নাটকেও সরব মিলি। এ মাসেই ঈদ উপলক্ষে তিনি দুটো নাটকের কাজ করবেন বলে জানান। এগুলো হলো আশরাফ লিপুর পরিচালনায় ‘টিনের চালে কাক’ এবং ঈমান আলী মিলনের ‘সুখ...স্মৃতি’ ও ‘একটু স্নেহ’। সবকিছু ঠিক থাকলে ২৯শে মার্চ থেকে নাটকগুলোর শুটিং শুরু করবেন মিলি।এআরএস/আরআইপি